শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতিতে সংবাদ সম্মলন করে এই অভিযোগ তুলে ধরেন তারা।তবে আতিকুল্লাহ (২২) নামে ওই যুবককে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে নরসিংদী পুলিশ।শিবপুরের লামপুরের কৃষক হান্নান ভূঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, গত ১১ নভেম্বর বিকালে তার ছোট ছেলে আতিকুল্লাহকে অটোরিকশা চুরির অভিযোগে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর ১৪ নভেম্বর রাতে তার ডান পায়ে গুলি করার পর তাকে গ্রেপ্তারের কথা জানায়।চুরির কথা স্বীকার না করায় আতিকুল্লাহর পায়ুপথে গরম পানি ঢালা হয়েছিল বলে দাবি করেন হান্নান।তিনি বলেন, তার ছেলে মুরগির ব্যবসা করেন। আতিকুল্লাহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। সেখানেও তার সুচিকিৎসা হচ্ছে না বলে বাবার অভিযোগ।প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে বিচারের দাবি জানিয়ে হান্নান বলেন, আমার ছেলে যদি অন্যায় করে থাকে, বিচার করা হোক। আর যদি বিনা অন্যায়ে আমার ছেলেকে এভাবে পুলিশ নির্যাতন করে, তার বিচারও করা হোক।অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আতিকুল্লাহর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। ১৪ নভেম্বর ডাকাতি করতে গিয়ে গোলাগুলিতে আহত হন তিনি।আতিকুল্লাহর পায়ুপথে ‘পুরনো একটি পোড়া দাগ’ ছিল দাবি করে ওসি বলেন,তা থেকে ইনফেকশন হওয়ায় তার স্বজনরা এখন মিথ্যা অভিযোগ করছে।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *