Share on Facebook
মো. হৃদয় খান: নরসিংদীর শিবপুরে আতিকুল্লাহ (২২) এক যুবককে ডান পায়ে গুলি করে পায়ুপথে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলেন নির্যাতনের শিকার যুবকের স্বজনেরা। এদিকে ওই যুবককে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে স্বজনেরা জানায়, গত ১১ নভেম্বর বিকালে অটোরিকশা চুরির অভিযোগে আতিকুল্লাহকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর ১৪ নভেম্বর রাতে তার ডান পায়ে গুলি করে তাকে গ্রেপ্তারের কথা জানায়। চুরির কথা স্বীকার না করায় ওই যুবকের পায়ুপথে গরম পানি ঢালা হয়েছিল বলে দাবি করেন তারা।
আতিকুল্লাহ’র বাবা হান্নান বলেন, ‘আমার ছেলে আতিকুল্লাহ বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছে। সেখানেও তার সুচিকিৎসা হচ্ছে না। আমার ছেলে যদি অন্যায় করে থাকে, তার বিচার করা হোক। কিন্তু বিনা অপরাধে আমার ছেলেকে এভাবে পুলিশ নির্যাতন করেছে। এসময় তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে বিচারের দাবি জানায়।’
এ বিষয়ে শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি জানান, আতিকুল্লাহর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ১৪ নভেম্বর ডাকাতি করতে গিয়ে গোলাগুলিতে সে আহত হয়। আতিকুল্লাহর পায়ুপথে ‘পুরনো একটি পোড়া দাগ’ ছিলো। সেই পুরনো দাগ থেকে ইনফেকশন হওয়ায় তার পরিবারের স্বজনরা এখন পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।