মো. হৃদয় খান: নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে রাস্তায় নামলেন স্বতন্ত্র এমপি সিরাজুল ইসলাম মোল্লা। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরে এমপি সিরাজুল ইসলাম মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়।

এমপি সিরাজুল ইসলাম মোল্লার উপস্থিতিতে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শিবপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকে।

এ সময় স্বতন্ত্র এমপি সিরাজুল ইসলাম মোল্লা সকলের উদ্দেশ্যে বলেন, এখনও দলীয় মনোনয়ন পরির্তনের সময় রয়েছে। মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আমি দলীয় হাইকমান্ডে অনুরোধ জানাচ্ছি। যদি মনোনয়ন পরির্তন না হয়, তাহলে আবারও আপনাদের মতামত নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিবো। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো।

সমাবেশে অন্যান্যরা বলেন, দিনভর বিভিন্ন টেলিভিশনে মনোনয়নপ্রাপ্ত হিসেবে সিরাজুল ইসলাম মোল্লার নাম প্রচারিত হলে শিবপুরের দলীয় নেতাকর্মীরা আনন্দিত হয়েছিলো। কিন্তু হঠাৎ করেই জহিরুল হক ভূইয়া মোহন আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার খবরে শিবপুরের নেতাকর্মীা হতাশ হয়েছে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহনের মনোনয়ন পরিবর্তন করে বর্তমান এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানায় নেতাকর্মীরা।

এসময় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসিম আহমেদ হিরণ, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার ও পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি বশির আহমেদ বাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসিবুল আলম ভুলু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার প্রমুখ।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *