ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় স্কুলটির প্রভাতী শাখার প্রধান জিনাত আরা হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই শিক্ষককে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয় বলে গণমাধ্যমকে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।

স্কুল কর্তৃপক্ষের দাবি, নবম শ্রেণির ছাত্রী অরিত্রি রোববার পরীক্ষায় মোবাইল ফোনে নকলসহ ধরা পড়ে।

এরপর সোমবার দুপুরে ঢাকার শান্তিনগরের বাসায় নিজের ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে মেয়েটি।

স্বজনদের দাবি, ওই ঘটনার পর অরিত্রির বাবা-মাকে ডেকে নিয়ে ‘অপমান করেছিলেন’ অধ্যক্ষ। সে কারণে ওই কিশোরী আত্মহত্যা করে।

এদিকে দিনভর স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো, অধ্যক্ষ ও শাখা প্রধানের সাময়িক নয় পূর্ণ বরখাস্ত, গর্ভনিং বডি বাতিল করা ও অরিত্রি হত্যার প্রচলিত আইনে সুষ্ঠু বিচার।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *