ঢাকার আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে পোশাককর্মী স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ইউপি সদস্য তাহের মৃধা এলাকায় ধর্ষণ, চুরি, অবৈধ গ্যাস সংযোগ প্রদানসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তাঁর একটি সন্ত্রাসী বাহিনীও রয়েছে, যাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে থাকেন তিনি।
গত রোববার গভীর রাতে একই এলাকার নাছির নামের এক ব্যক্তির বাড়ি থেকে ভুক্তভোগী ওই নারী ও তাঁর স্বামীকে একটি ঘরে আটক অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রোববার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়া থানায় অভিযোগ করা হলে মুক্তিপণের টাকা দেওয়ার শর্তে ফাঁদ পাতে পুলিশ। পরে গভীর রাতে সোনা মিয়া মার্কেট এলাকায় রবিউল ও রুবেল মুক্তিপণের টাকা নিতে এলে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোররাতে সোনা মিয়া মার্কেটসংলগ্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সদস্য তাহের মৃধার কার্যালয় থেকে এ ঘটনায় জড়িত আরো চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।