মো: শফিকুল ইসরাম মতি: নরসিংদীর বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম।

নরসিংদী শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার পথসভায় তিনি বলেন, আপনারা ভোট দিয়েছেন বলে সংসদে আপনাদের জন্য কথা বলেছি।

এই অঞ্চলে ১০০ ভাগ বিদ্যুাতয়ন করেছি, রাস্তাঘাটে উন্নয়ন করেছি। নরসিংদীর চরাঞ্চলে শেখ হাসিনা সেতু স্থাপন করেছি যার ফলে পাল্টে গেছে চরাঞ্চলের দৃশ্যপট। আমি এমপি থাকাকালীন নরসিংদী সদরের যে উন্নয়ন হয়েছে অতীতে কোনো এমপি এত উন্নয়ন করতে পারেনি। বিধবা ভাতা চালু করেছি। মৃত্যুকালীন ছুটির ব্যবস্থা করেছি। দেশ আজ ডিজিটাল হয়েছে। ১৬ কোটি মানুষের ১৪ কোটি মোবাইল ব্যবহার করে। ইউনিয়ন পরিষদগুলো ডিজিটাল করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি খলিল বাবু, নরসিংদী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাসান মিন্টু, নরসিংদীর শহর ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার, নরসিংদী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শিবলি আহমেদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *