নরসিংদীতে সাংবাদিক সম্মেলন করেছেন বিএনপির ৫ প্রার্থী।

শুক্রবার সকালে নরসিংদী জেলা আইনজীবি সমিতিতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ আসনের প্রার্থী ড. আব্দুল মঈন খান, নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও নরসিংদী-১ (সদর) আসনের প্রার্থী খাইরুল কবির খোকন জেলে থাকায় তার পক্ষে স্ত্রী শিরিন সুলতান।

এসময় তারা বলেন, নরসিংদীতে বিএনপি প্রার্থীরা অবরুদ্ব, নির্বাচনী মাঠে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নেই। প্রতিদিন আওয়ামীলীগের লোকজন বিএনপির প্রার্থী ও কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়ে গুরুতর জখম, বাড়িঘর ভাংচুর ও গাড়িতে আগুন দিচ্ছে। পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। তাদের দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছে। বিএনপির প্রার্থীরা কোথাও নিরাপদে বের হতে পারছেনা। পুলিশ ও আওয়ামীলীগের লোকজন বিএনপির প্রচার প্রচারনায় হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর উল্টো মামলা দিয়ে হয়রানী করছে। বিএনপির নেতাকর্মীরা রাতে নিজ বাড়িতে থাকতে পারছে না। একের পর এক মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এরপরও শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *