নরসিংদী জেলা প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি আসনই ধরে রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। অপরদিকে দীর্ঘ ১০ বছর পর নির্বাচনী লড়াইয়ে নেমে বিএনপি হারানো ৫টি আসন লাভে মরিয়া হয়ে উঠেছে। তাই আসন ধরে রাখা আর পুনরুদ্বার এ নিয়েই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহজোট ও বিএনপির নেতৃত্বধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা মাঠে ময়দানে ব্যাপক তত্পরতা চালাছে। ৫টি আসনে মোট ভোটার ১৫ লাখ ৫২ হাজার ৩শত ৫১ জন। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের টেনশন ততই বাড়ছে। জাতীয় রাজনীতিতে দেশের অন্যতম শিল্প সমৃদ্ধ, ব্যবসা বাণিজ্য ও তাঁত শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র প্রাচ্যের ম্যানচেস্টার বলে খ্যাত নরসিংদীর গুরুত্ব ব্যাপক। এবারের রাজনৈতিক প্রেক্ষাপট ও ভোটের চিত্র সম্পূর্ণ আলাদা। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা অস্তিত্বের লড়াইয়ে নেমেছেন।নরসিংদী-১ সদর এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) নরসিংদী-৫ রায়পুরা আসনে হ্যাটট্টিক জয়ের অপেক্ষায় রয়েছেন মহাজোট প্রার্থী বর্তমান পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক), একই সঙ্গে নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং নরসিংদী-৫ রায়পুরা আসনে আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক মন্ত্রী রাজিউদ্দীন আহমেদ রাজু। অপরদিকে নরসিংদী-১ সদর আসনে ডাকসুর সাবেক জিএস ও সাবেক এমপি বিএনপির যুগ্ম মহাসচিব ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন জেলা কারাগারে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।নরসিংদী-২ পলাশ আসনে আওয়ামী লীগের মনোনীত সাবেক এমপি মহাজোট প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে। এই আসনে ২০১৪ সনে দিলীপের ছোট ভাই কামরুল আশরাফ খান পোটন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী জায়েদুল কবিরকে (জাসদ-ইনু) পরাজিত করে এমপি নির্বাচিত হন। নরসিংদী-৩ শিবপুর আসনে হেভিওয়েট তিন শিল্পপতির লড়াই জমে উঠলেও শেষ মুহূর্তে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশ নেওয়ায় ধানের শীষের প্রার্থী নরসিংদী-৩ আসনে বিশিষ্ট শিল্পপতি মনজুর এলাহীর প্রার্থিতা বাতিল করেছে হাইকোর্ট। বর্তমানে অন্য দুই প্রার্থী আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিল্পপতি বর্তমান এমপি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা (স্বতন্ত্র প্রার্থী) ও সাবেক এমপি বিশিষ্ট শিল্পপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী জহিরুল হক মোহনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে নৌকা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন বর্তমান এমপি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাড. নূরুল মজিদ মাহামুদ হুমায়ুন। তার সাথে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল। এখানে ধানের শীষ এবং নৌকার মধ্যে হবে তীব্র লড়াই।নরসিংদী-৫ রায়পুরায় লড়াই হবে নৌকার সাথে ধানের শীষের। আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সাবেক চার বার নির্বাচিত এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সাথে নির্বাচনে নেমেছেন বিএনপির ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়াও লাঙ্গল, মই, হাতপাখা, গোলাপ ফুল, কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন অন্যান্য রাজনৈতিক দলের বড় বড় নেতারা।
এখানে কমেন্ট করুন: