পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রীদের সঙ্গে মেসে ঢুকে অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এসময় এক ছাত্রীকে টেনে মেস থেকে বের করে নেয়ার চেষ্টা করে ওই যুবক। মেস মালিকেরই ভাতিজার এমন কাণ্ডে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাকে পুলিশে সোপর্দ করা হলেও আতংক কাটছে না ছাত্রীদের। পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলায় ঝর্ণা ভিলা ছাত্রী নিবাসে এমন ঘটনা ঘটে।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় মেস মালিকের ভাতিজা আসিফ ইকবাল চিন্ময় (২৬) ছাত্রী নিবাসে প্রবেশ করে। পরে ছাত্রীদের সাথে খুব বাজে ভাষায় বিভিন্ন অঙ্গভঙ্গি করে বকাবকি করতে থাকে। একপর্যায়ে এক ছাত্রীকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছাত্রীদের চিৎকারে মেস মালিক ও তার স্ত্রী এসে ছাত্রীটিকে উদ্ধার করে।

এ ঘটনার পর ছাত্রীরা মোবাইল ফোনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস সহকারী প্রক্টরদের নিয়ে ঘটনাস্থলে যান। পাবনা সদর থানার ওসি মো: ওবাইদুল হক ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতারা সেখানে যান। এসময় জড়িত যুবককে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

ওই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মেস মালিক মো: ফরিদুল ইসলাম ভুট্টুসহ মেসের ছাত্রীরা ঘটনাটির সাক্ষী হিসেবে রয়েছে।

এদিকে ওই ঘটনায় পাবিপ্রবির একাধিক ছাত্রী ক্যাম্পাসলাইভকে জানান, এই ধরনের ঘটনা কোন ভাবেই মেনে নিতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও আমরা নিরাপদে চলাচল করতে পারব না। উক্ত ঘটনায় আমাদের নিরাপত্তা শঙ্কাকে বাড়িয়ে দিয়েছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *