নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান দু’টি হলো শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। উক্ত দু’টি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, যুগ্ম সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: গিয়াস উদ্দিন, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরু উদ্দিন মো: আলমগীর, শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক তাপসী রাবেয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জহিরুল হক ভূঞা মোহন বলেন, অচিরেই বিদ্যালয়টি শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি সরকারিকরণ, শিবপুর মডেল মসজিদ এবং পৌর ভবন নিয়ে যে মামলা মোকদ্দমা রয়েছে তা নিয়ে সকলের সাথে আলোচনা করা হবে। এর পূর্বে প্রধান অতিথি শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খুব শিঘ্রই তোমাদের বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে।
এখানে কমেন্ট করুন: