নরসিংদী জেলা প্রতিনিধি:
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিয়ের ছয় বছর পর নরসিংদীর শ্বশুরবাড়ি গিয়েছেন।
এ সময় তাকে এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায় ভক্তরা।বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সফর সঙ্গী হয়ে এই প্রথম নিজের শ্বশুরবাড়ি নরসিংদীর মনোহরদীতে আসেন সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির।২০১২ সালে সাকিব আল হাসান মনোহরদী উপজেলার পশ্চিম রামপুর গ্রামের আমেরিকা প্রবাসী মমতাজ উদ্দিন সরদারের মেয়ে উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন।
বেলা সাড়ে ১১টায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে নরসিংদী ক্লাবে যাত্রা বিরতি করেন তারা।এই সময় নরসিংদীর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান, মনোহরদীর পৌর মেয়র আমিনুল রশিদ সুজন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহামুদল হাসান শামীম নেওয়াজসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।