আশুলিয়ায় জুয়া খেলার একশত টাকার জন্য ছুরিঘাত করে জহরুল ইসলাম নামে এক দিনমজুরকে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এরআগে শুক্রবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার ঘোষ বাহাদুরের বাড়ির সামনে ফার্মের কাছে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত জহরুল ইসলাম ধামরাইয়ের কেলিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে। সে আশুলিয়ায় দিনমজুরের কাজ করতো। অপরদিকে হত্যাকারী রেজাউল পলাশবাড়ি এলাকার সিদ্দিকের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
আশুলিয়া থানার এস আই আসাদ মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানায়, লুডু খেলার জুয়ার একশত টাকা দাবী করেন রেজাউল। পরে শুক্রবার সন্ধ্যায় বাকবিতণ্ডার এক পর্যায়ে রেজাউল ছুরিঘাত করে জহরুলকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকালে মারা যায়।
ঘটনার পর থেকে রেজাউল পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।