নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদী জেলা কারাগারে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা, এসপিপি, এনডিসি, এমফিল, এমপিএইচ নতুন দায়িত্বে যোগদান করার পর ২৬ জানুয়ারী রোজ শনিবার, বিকাল ৪ টায় নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।এসময় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে গার্ড অফ এ্যনার দিয়ে তাকে বরণ করে নেন এবং কারা বন্ধীদের প্রতিটি ওয়ার্ডে গিয়ে ঘুরে ফিরে বন্ধীদের সাথে কেসকো ফাইলে বসে মতবিনিময় করেন।এসময় তার সাথে ছিলেন, নরসিংদী জেলখানার দায়িত্বে থাকা জেল সুপার মোঃ নজরুল ইসলাম সহ সকল কর্মকর্তাগন। জেলখানার ভিতরে বন্ধীদের উদ্যেশ্যে তিনি বলেন, কেউ মাদকাসেবন করবেন না ও শাস্তিপূর্ণভাবে চলাচল করার জন্য সকল বন্ধীদের নির্দেশ প্রদান করেন। জেলখানার ভিতর থেকে বেরিয়ে এসে জেলসুপারের অফিস সহ বিভিন্ন ওয়ার্ড গুলোয় দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।পরে জেলখানার সামনে স্টাফদেরকে নিয়ে আলোচনা সভা করেন। এসময় এই আলোচনা সভায় একজন পুরুষ ও একজন নারী সদস্যরা তাদের কথাগুলি উপস্থাপন করেন। বিষয়টি আমলে নিয়ে কার্যকরী ভূমিকা নেবে বলে আশ্বাস প্রদান করেন।নরসিংদী জেলখানার স্টাফদের উদ্দেশ্যে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একে এম মোস্তফা কামাল পাশা, এসপিপি, এনডিসি, এমফিল, এমপিএইচ বলেন, আমি দায়িত্ব পাওয়ার বিশ দিনের মাথায় আপনাদের এই কারাগার পরিদর্শন এসেছি।তিনি আরও বলেন, ৩০ শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় আমাদের কারাগারে কাজে কিছু বিলম্ব হয়েছে। নরসিংদী কারাগারে সারে তিনশত লোকের ধারণ ক্ষমতা থাকলেও প্রায় এক হাজারের অধিক বন্ধী থাকায় আপনাদের তা পরিচালনা করতে একটু বেশি শ্রম দিতে হচ্ছে।
এখানে কমেন্ট করুন: