নরসিংদী সদর উপজেলা নির্বাচন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূইয়া সরে দাঁড়ালেও বিভক্ত আওয়ামী লীগ । তিনি নৌকা প্রতীক পেয়ে নির্বাচনে অংশ নিলেও দলীয় সিদ্ধান্তে চূড়ান্তভাবে তার প্রার্থীতা বদল করে নৌকা প্রতীক দেওয়া হয় দলের বিদ্রুহি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভূইয়াকে।

এতে দলীয় সিদ্ধান্তর কথা জেনে দুঃখে কষ্টে নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন যারা দলের সিদান্ত না মেনে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দারিয়ে ছিলেন জন গন তাদের ভোট দিবেনা কারন তারা দলের সাথে বিশ্বাস ঘাতকতা করেছিলেন বলে জানান তিনি। শনিবার দুপুরে উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে আফতাব উদ্দিন ভূইয়া বলেন, আমার অপরাধ কি বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগের রাজনীতি ধারন করাই কি আমার অপরাধ? সকলের সঙ্গে আমারও বিশ্বাস জনমত জরিপ ও তথ্য উপাত্তের ভিত্তিতে আমার সারাজীবনের দলের প্রতি আনুগত্য ও একাগ্রতা মূল্যায়ন করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম তফসিলে আমাকে নৌকা পুরস্কার দিয়েছিলেন। কিন্তু কোনো অজানা রহস্য কারণে প্রথম তফসিলের নৌকার বিদ্রোহী প্রার্থী কাপপিরিচ প্রতীক পাওয়া স্বতন্ত্র প্রার্থীকে পুনঃতফসিল করে নৌকা প্রতীক দেওয়া হল জননেত্রী আপনার কাছে সদরবাসী ও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জানতে চায়। আওয়ামী লীগের প্রতি আমি কৃতজ্ঞ ও সম্পূর্ণ আস্থাশীল ছিলাম, আছি ও থাকব।

তাই আমার তৃণমূল নেতাকর্মী ও সদরবাসীর দাবি সত্ত্বেও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আমি নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ার ধৃষ্টতা দেখিয়ে সারাজীবনের অর্জিত আদর্শ ও নীতি বিসর্জন করা আমার পক্ষে সম্ভব নয়। তাই বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হতে চাই না। তবে প্রথম তফসিলে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও নৌকার প্রার্থী বদল করে দলের বিদ্রুহি প্রার্থিকে দ্বিতীয় তফসিল ঘোষণা করা দলের সিদ্ধান্তটি জনমনে অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। দলীয় নেতাকর্মীরা জানান, নরসিংদী জেলার ৬টি উপজেলার নির্বাচন হচ্ছে তিন ধাপে। সে মোতাবেক নির্বাচন সম্পন্ন হওয়ার কথা ২৪ মার্চ। দলের তৃণমূলের সিদ্ধান্ত অনুযায়ী সদর উপজেলায় নৌকা প্রতীক পান আফতাব উদ্দিন ভূইয়া। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভূইয়া ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন দলের বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হন। গত ৭ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশন সদর উপজেলা নির্বাচন পুনঃতফসিল ঘোষণা করে ৩১ মার্চ ভোটের তারিখ নির্ধারন করেন। এদিকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক পাওয়া আফতাব উদ্দিন ভূইয়ার প্রার্থীতা বদল করে চূড়ান্তভাবে সফর আলী ভূঁইয়াকে নৌকা প্রতীক দেওয়া হয় ফলে নেতা কর্মিরা এই সিদান্তের বিভক্ত হয়ে পরে।

এখানে কমেন্ট করুন: