নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ারুল ইসলামের পরিবর্তে সৎ, দক্ষ, যোগ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন অধ্যক্ষকে স্থলাভিষিক্ত করার দাবিতে তিন দিনের কর্মসূচির প্রথম দিনের কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদ। আজ বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কলেজের শহীদ মিনারে সকল ক্লাস বর্জন করে প্রতীকী অনশন ও অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা।

কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, বর্তমানে নরসিংদী সরকারি কলেজ নাজুক, করুণ ও বেহাল অবস্থায় পর্যবসিত হয়েছে। বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম স্যার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষকদের মধ্যে গ্রুপিং, কিছু শিক্ষকদের বিশেষ সিন্ডিকেট, বিভিন্ন সময়ে ছাত্রদের কাছ থেকে রশিদ ছাড়া অতিরিক্ত ফি আদায়সহ নানাবিধ অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে। যা তিনি বিভিন্ন সময় নিজেই অকপটে স্বীকার করেছেন।

তাই ওনার মত দুর্নীতিবাজ শিক্ষকের পরিবর্তে আমরা সৎ, যোগ্য, দক্ষ ও মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী একজনকে অধ্যক্ষ হিসেবে চাই। তাই আমাদের দেওয়া তিন দিনের আলটিমেটামের মধ্যে যদি দাবি পূরণ না করা হয় তাহলে পরবর্তীতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় কলেজের সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. জুবাইর হিমেল, যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন, এমরান চৌধুরী পলাশ, গোলাম দস্তগীরসহ অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় তাদের হাতে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

এখানে কমেন্ট করুন: