নরসিংদী জেলা হাসপাতালে বছরের ১২ মাসই বন্ধ থাকে এক্স-রে রুম। এমন অভিযোগই উঠেছে হাসপাতালটির বিরুদ্ধে। সম্প্রতি ফেসবুকে এই বিষয়টি ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।
পোস্টটিতে লেখা ছিলো, `নরসিংদী জেলা হাসপাতাল এক্স-রে রুম বারো মাসই বন্ধ থাকে। কিন্তু দরজায় তালা লাগিয়ে ১/২ জন সবসময় দাঁড়িয়ে থাকে। সেবা নিতে চাইলেই বলে মেশিন নষ্ট, এই নষ্ট কথাটা শুনতেছি দুই বছর ধরে। ছবিতে থাকা মহিলাটি কেঁদে কেঁদে বললো ৭০ টাকার এক্স-রে বাইরে থেকে ৭০০/৮০০ টাকা দিয়ে করানোর ক্ষমতা আমার নাই।
এগুলো দেখার কেউ নেই।..’
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
গ্রাম থেকে আসা রোগী হাসিনা বেগম বলেন, ‘মেশিন নষ্ট থাকায় হাসপাতালের বাইরে থেকে আমার বুকের এক্স-রে করাইতে হইছে। এতে ৮০০ টাকা লাগছে। হাসপাতালে এক্স-রেটা করাইতে পারলে অনেক কম টাকা লাগতো।’
এখানে কমেন্ট করুন: