মো. হৃদয় খান: নরসিংদী ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা নামক স্থানে কাভার্ডভ্যানের চাপায় রাব্বি (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি হোসেননগর বিলপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং বেলাবো হোসেন আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পুলিশ জানায়, আজ সকালের দিকে সাইকেলে করে বাড়ি থেকে নিজেদের দোকানে বাবার কাছে যাচ্ছিল রাব্বি। পথে বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।
পরে লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় পুলিশ ভ্যানসহ চালক শহিদ মিয়াকে আটক করে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাব্বির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এখানে কমেন্ট করুন: