নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে এক কলেজ ছাত্রীর গায়ে আগুন দেয়ার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলা মোড়ে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও স্বজনরা অংশ নেয়।এ ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। মানববন্ধনে প্রকৃত আসমিদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচার দাবি করেন এলাকাবাসী।
গত ১৩ জুন বৃহস্পতিবার রাতে নরসিংদী শহরের বীরপুর মহল্লার বর্মণপাড়ায় নিজ বাড়ির পাশে ছাত্রীটির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তাঁর শরীরের ১২ শতাংশ পুড়ে যায় বলে জানান চিকিৎসক। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে সন্দেহভাজন হিসেবে সঞ্জিব রায়, ইব্রাহিম ও সোহাগ সূত্রধর নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার কথা জানিয়েছেন পুলিশ। অগ্নিকান্ডের শিকার মেয়েটি গতবছর নরসিংদীর একটি বে-সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন।