মো. হৃদয় খান: নরসিংদী থেকে অপহরণ হওয়া সেলিম অটো-পার্টসের মালিক মো. সেলিম মিয়াকে (৪৫) ৩ দিন পর চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে নরসিংদী সদর মডেল থানা পুলিশ চাঁদপুর পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই নরসিংদী শহরের গাবতলী এলাকার সেলিম অটো-পার্টসের মালিক ও সাবেক সেনা সদস্য মো. সেলিম মিয়া দুপুরের খাবার শেষে সঙ্গীতা মোড়ের বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তার স্ত্রী মোমেনা বেগম নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন। থানায় ডাইরির প্রেক্ষিতে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জাকির হোসেনের নির্দেশে নরসিংদী সদর মডেল থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন তদন্ত শুরু করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে চাঁদপুর জেলার তরপুরচন্দী ফাতেমা মঞ্জিলের কাছে ওয়ারলেস ক্রসিংয়ের আশেপাশে একটি জঙ্গলের মধ্যে আন্ডার গ্রাউন্ডের নিচে পরিত্যক্ত ঘরে তার অবস্থান নিশ্চিত করে।

পুলিশ আরও জানায়, নরসিংদী সদর মডেল থানা পুলিশ চাঁদপুর থানার উপ-পরিদর্শক জহিরের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর থানায় নিয়ে যায়। অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সেলিমকে ওই ঘরে হাত-পা বেঁধে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে উদ্ধারকৃত সেলিম মিয়াকে নরসিংদী নিয়ে আসতে আমাদের সদস্যরা চাঁদপুরের উদ্দেশে চলে গেছেন।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *