শফিকুল ইসলাম: নরসিংদীর মাধবদী দক্ষিন চৌয়া গ্রামে আদালতের আদেশ অমান্য করে বাড়ি দখলের চেষ্টা। বাড়ির মালিক মো. দুলাল মিয়ার পুত্র আব্দুল মতিন পরিবার পরিজন নিয়ে সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

ভুক্তভোগী আব্দুল মতিন মিয়া ও এলাকাবাসী জানায়, নরসিংদীর সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার সন্ত্রাসী নয়ন সাহার পুত্র রঞ্জন সাহা(৩৮), দক্ষিন চৌয়া গ্রামের মৃত আসাদ আলীর পুত্র সাইফুল ইসলাম(৪০), মৃত রৌশন আলীর পুত্র আলম চান(৪১) সহ ১৫-২০ জন সন্ত্রাসীরা গত শুক্রবার ৫ জুলাই বিকাল ৫ টার সময় দক্ষিন চৌয়া গ্রামের আব্দুল মতিনের বাড়িতে প্রকাশ্যে হামলা চালায়। এসময় আব্দুল মতিন ও তার পরিবারের লোকজনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা আব্দুল মতিনের বসতবাড়ি দখল করতে না পরিয়া এই বলিয়া হুমকি প্রদান করে যে আব্দুল মতিনের বসতবাড়ি না ছাড়লে আব্দুল মতিন ও তার পরিবারের লোকজনকে প্রানে মেরে ফেলবে। ইতিপূর্বে আব্দুল মতিন বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে যাহার নং- মাধবদী এম মোকাদ্দমা নং- ৫৪১/১৭। উক্ত মামলায় মাধবদী থানার ওসিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ প্রদান করেন। কোর্টের আদেশ মোতাবেক মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্ত্রাসীদের নিষেধ করলেও কোর্টের আদেশ অমান্য করে আব্দুল মতিনের বাড়ি দখলের চেষ্টা করে সন্ত্রাসীরা। এছাড়াও উক্ত ভূমি নিয়ে দেওয়ানী আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে।

এ ব্যপারে মাধবদী থানার ওসির নিকট জানতে চাইলে তিনি বলেন, চৌয়া গ্রামের আব্দুল মতিনের বাড়ি দখলের চেষ্টা করছে এলাকার কিছু লোকজন। তাদের বিরুদ্ধে মামলা হলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নোটিশ প্রদান করিয়া। এরপরও তারা শান্তি ভঙ্গজনক কার্যকলাপ করার অভিযোগ শুনেছি। এ ধরনের কার্যকলাপ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে সন্ত্রাসীদের ভয়ে আব্দুল মতিন পরিবার পরিজন নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন।

এখানে কমেন্ট করুন: