মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রায়পুরা উপজেলার বীরকান্দী গ্রামের মো: আতাউর রহমান প্রদান,ফেরদুসী বেগম, রুবিনা ও হেলেনা বেগম । গত ৮ আগস্ট বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রায়পুরা উপজেলা বীরকান্দী দক্ষিন পাড়া গ্রামের মৃত কালা গাজীর পুত্র আমান উল্লাহ, মৃত জহর মিয়ার পুত্র মিজানুর রহমান,হানিফ মিয়ার পুত্র ডালিম,মৃত রহমান এর পুত্র আজগর,মোয়াজেম,মৃত কালা মিয়ার পুত্র জামাল মিয়াকে সন্ত্রাসী দাবি করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করা হয়। একই সঙ্গে এদের হাতথেকে মুক্তি পেতে নরসিংদী পুলিশ সুপারের, সুনজর কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, এরাকার সন্ত্রাসীরা আমাদের জমি জমা দখল করে আমাদের লোকদের উপর হামলা চালিয়ে আহত করে বাড়ী ঘর ভাংচুরকরে প্রায় লাখ টাকার মালামাল নষ্টকরে। সন্ত্রাসীরা রায়পুরা থানা পুলিশকে মেনেজ করে আমাদের লোকদের বিরুদ্ধে মারামারির মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। আমাদের লোক আটক থাকায় সন্ত্রাসীরা আমাদের প্রান নাশের হুমকি দিচ্ছে।

আমাদের মামলা থেকে পরিত্রাণ পেতে সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে । সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করার জন্য প্রতিনিয়ত সন্ত্রাসীরা বাড়ীর আশেপাশে অবস্থান করছে। এ অবস্থায় পরিবার নিয়ে জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের অত্যাচারে আমরা নিরুপায় হয়ে পড়েছি। সংবাদ সম্মেলনে তারা জীবনের নিরাপত্তা চেয়ে জমিজমা ফেরতের ও মিথ্যা মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য নরসিংদী পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

এখানে কমেন্ট করুন: