নরসিংদীতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসক না থাকায় রোগীর সংকটাপন্ন অবস্থায় সঠিক চিকিৎসাসেবা দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

এ অবস্থায় সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় প্রসূতির। তবে মায়ের মৃত্যু হলেও সুস্থ নবজাতক। সোমবার দুপুরে পৌর শহরের বাসাইল মুক্তি জেনারেল হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মারা যাওয়া নাদিয়া আক্তার (২৩) ঘোড়াদিয়া সোনাতরা গ্রামের মাহাবুবুর রহমান আপেলের স্ত্রী। প্রসূতি মায়ের মৃত্যুর খবরে হাসপাতালে ভিড় জমান রোগীর স্বজনরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে রোগীর মৃত্যুর ঘটনা দুই লাখ টাকার বিনিময়ে দফারফা করা হয়।

মৃত প্রসূতির স্বামী আপেল বলেন, প্রসব ব্যথা অনুভব করলে রোববার বিকেলে নাদিয়াকে বাসাইল মুক্তি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে নাদিয়ার সিজারিয়ান অপারেশন করেন চিকিৎসক ফরিদ উদ্দিন। তখন এক কন্যাসন্তানের জন্ম দেন নাদিয়া।

এখানে কমেন্ট করুন: