মো: শফিকুল ইসলাম : শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
রবিবার সন্ধায় আইনজীবি সমিতি ভবনে নরসিংদী জেলা আইনজীবি সমিতি কর্তৃক তাঁকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে এবং জেলা বারের সম্পাদক এড. তারেক মোহাম্মদ লুৎফর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাাহ, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, প্রবীণ আইনজীবি এএম বদরুদ্দোজা জিলু, জেলা নারী ও শিশু জজ জুয়েল রানা, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কমল কুমার ঘোষ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, এ দেশের মানুষের কল্যাণে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক চরাই উৎরায় করে আমি আজ এ পর্যায়ে পৌঁছেছি। তিনি নরসিংদীর আইনজীবি সমিতির উন্নয়নের জন্য ১৫ লক্ষ টাকা, আইনজীবি ভবনে একটি লিফট এবং একটি ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন। এছাড়াও আইনজীবি ভবনে একটি আধুনিক সমৃদ্ধ লাইব্রেরী প্রতিষ্ঠার আশ্বাস দেন তিনি।