মো: শফিকুল ইসলাম নরসিংদী ;
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর ব্যক্তিগত উদ্যোগে নরসিংদী জেলার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে জেলা প্রশাসন নরসিংদী কতৃর্ক গৃহীত কর্মসংস্থান নরসিংদী এর মাধ্যমে এনআরবি কমার্শিয়াল ব্যাংককে ৬ জনের নিয়োগপত্র প্রদান করেন হয়েেেছ।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিয়োগ পত্র হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন। জনসংখ্যা বহুল এদেশের প্রধান সমস্যা বেকারত্ব। পলাশ উপজেলার উঠোন বৈঠকে একজন মহিলার কথায় আমি নরসিংদীর যুবকদের কর্মসংস্থানের চিন্তাভাবনা শুরু করি। সরকারের চতুর্থ উন্নয়ন মেলাকে সামানে রেখে নরসিংদীচেম্বার ও শিল্পপ্রতিষ্ঠানগুলোতে যোগাযোগ করি।

উন্নয়ন মেলার “জব কর্নার নামে একটি স্টলে আগ্রহী চাকুরী প্রার্থীদের দরখাস্ত করার আহবান জানাই। এতে ব্যাপক সারা পড়ে। উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে ১১ জন সৌভাগ্যবানের চাকুরী মেলে। পরবর্তী প্রাণ আর এফ সহ আরো ৩২১ জনের চাকুরী হয়। এটিকে স্থায়ী প্রতিষ্ঠানিক রুপ দিতে কর্মসংস্থান নরসিংদী প্রতিষ্ঠা করি। এর একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

এখন ঘরে বসেই ওয়েবসাইট মাধ্যমে চাকরি প্রার্থী ও চাকরি দাতা প্রতিষ্ঠান যোগ্যতানুযায়ী পছন্দের লোক নিয়োগ করতে পারবে। এজন্য আমি জেলা প্রশাসন পদকও পেয়েছি। এই মহতী কাজে যারা সহযোগিতা করেছেন সবাইর প্রতি কৃতজ্ঞ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস এর সঞ্চালনীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক চিনিশপুর শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ আল ওয়াদুদ। এসময় উপস্থিত ছিলেন ডিডি এলজি ড. এ টি এম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম জামেরী হাসানসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

নিয়োগ প্রাপ্ত ৬ জন ভাগ্যবান হলোঃ মোঃ রাসেল মিয়া, মোঃ রাউফুল ইসলাম, তানভিরুল ইসলাম, মোঃ ফজলে রাব্বী, ঋজু সাহা ও আবু সাইদ। তারা সবাই নরসিংদী সদর উপজেলার বাসিন্দা। তারা এডিসি জুনিয়র টেলার হিসেবে মাসিক ১৫ হাজার টাকা বেতন পাবেন। পরবর্তীতে তাদের পারফর্ম উপর জুনিয়র অফিসার হিসেবে পদোন্নতি হবে।

এখানে কমেন্ট করুন: