মো. শফিকুল ইসলাম.নরসিংদী:
নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়।

এতে মো. মিজানুর রহমান নাজির(আরমান) সভাপতি ও খন্দকার আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমিতির অন্য নির্বাচিতরা হলেন, সহসভাপতি মো. আবুল কাশেম, সহসাধারণ সম্পাদক মো.মাহাবুবুর রহমান(লিটন), কোষাধ্যক্ষ মো.নাদিম হোসেন খান নাইম, সহ সম্পাদক (লাইব্রেরি) নুর মো. খান স্বরন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. শেখ মো. নুরুল্লা, সদস্য মো.রুবেল মিয়া, মো. সৈয়দ আহম্মদ,মাইন উদ্দিন খন্দকার সোহেল,মস্তফা সরকার রাসেল।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা আইনজীবী সমিতির ২০২০ নির্বাচনে মোট ১১ জন নির্বাচিত হয়। যার বিপরীতে প্রতিদ্বন্দিদ্বতা করেন ১৮ জন। এরমধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দিদ্বতায় নির্বাচিত হয়। সমিতির মোট ভোটার সংখ্যা ৪৯১ টি। এর মধ্যে ৪৯০ টি ভোট জমা পড়ে। নির্বাচনে সভাপতি পদে আবদুল বাছেদ ভ’ইয়াকে ৪ ভোটে পরাজিত করে মো.মিজানুর রহমান নাজির(আরমান) জয়ী হন। আর সাধারণ সম্পাদক পদে মো. শহিদুল্লাহ মিয়াকে ৯৮ ভোটে পরাজিত করে খন্দকার আতাউর রহমান নির্বাচিত হন। প্রধাননির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক পিপি আবদুল হান্নান ভূইয়া,সহ কারী কমিশনার মো.শাহাজাহান,গাউস মো.বদরুল আলম।

এখানে কমেন্ট করুন: