মো.শফিকুল ইসলাম(মতি)
নরসিংদীর মাধবদীতে তিন মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে জজ ভূঞা গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা।
রোববার দুপুরের ঢাকা-সিলেট মহাসড়কে গাছের গুড়ি ও তারের খাম্বা ফেলে এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে শ্রমিকরা। এসময় গণ পরিবহন না থাকলেও রাস্তার দুই পাশে আটকা পড়ে বিভিন্ন পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার, রিকশা ও ভ্যান। পরে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকরা জানান, জজ ভূঞা গ্রুপের জেএস লিংক লিমিটেডের প্রায় তিন শতাধিক শ্রমিকের গত তিনমাসের বেতন, ভাতা বকেয়া রয়েছে। এদের মধ্যে অনেকের আবার পাঁচ মাসেরও বেতন বকেয়া রয়েছে। শ্রমিকদের অভিযোগ-মালিক পক্ষ এই পর্যন্ত কয়েক দফা সময় দিয়েও নির্ধারিত দিনে বেতন না দিয়ে তাদেরকে ফিরিয়ে দিয়েছে।
এমতাবস্থায় অর্ধাহারে,অনাহারে তারা চরম মানবেতর জীবনযাপন করছে। অনেকে আবার বেতনের জন্য বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় নিজেদের বাড়িতেও ফিরে যেতে পারছেনা। তাই উপায়ন্তর না পেয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামতে বাধ্য হয়। এ ব্যাপারে, জজ ভূঞা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ফায়জুর রহমান জুয়েল ভূঞার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। তবে আগামী ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া বিল পরিশোধ করে দেয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন মালিক পক্ষের লোকজন।