নরসিংদীর মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

দেলোয়ার হোসেন শাহীন জানায়, গত ৮ জুন প্রথম সংবাদ.কম নামে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি চক্র আমার সুনাম ক্ষুন্ন করার জন্য সংবাদদাতাকে ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রচার করিয়েছে।

এমনকি এ ব্যপারে আমার কোনো বক্তব্য না নিয়ে সংবাদদাতা সংবাদটি প্রচার করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি দীর্ঘদিন যাবত সুনামের সহিত ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে সৎ এবং নিষ্ঠার সাথে পালন করে আসছি। একটি চক্র ঈষ্বানিত হয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি রাজনৈতিক জীবনে এমন কাজ কোন দিন করিনি। আমার সম্পর্কে জানতে হলে স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার সাধারন জনগনের সাথে কথা বলেন। গত দেড় বছর আগে রাতের আধারে ইকবাল গংরা আমার মার্কেটে হামলা চালিয়ে লুটপাট করে। এগারটি দোকান এবং আমার রাজনৈতিক অফিস ভেঙ্গে সব কিছু নিয়ে যায়। আমার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় মাধবদী থানায় মামলা হয়।মামলা এখনো চলমান। তার পর থেকে মামলা তুলে নেয়ার জন্য আসামীরা চাপ দিতে থাকে এবং বিভিন্ন অপকৌশল অবলম্বন করে আসছে। তারই অংশ হিসেবে আমার নামে অনলাইন পোর্টাল এবং ফেসবুকে ফেক আইডি খুলে অপপ্রচার করছে।

এ বিষয়ে মাধবদী থানায় একটি সাধারন ডাইরি করা আছে। আমাকে রাজনৈতিক ভাবে হেয় করে আমার সুনাম নষ্ট করার জন্য এই অপপ্রচার। এতে ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই। ভবিষ্যতে আমার সুনাম নষ্ট করে কোন প্রকার অপপ্রচার করা হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

এখানে কমেন্ট করুন: