নরসিংদীর রায়পুরায় শিয়ালের কাঁমড়ে তিন শিশু সহ ৬ জন আহতের ঘটনা ঘটেছে। আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাত্তাকান্দা, পূর্বপাড়া ও কুড়েরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুইটার দিকে হঠাৎ একটি শিয়াল তাত্তাকান্দা এলাকায় ডুকে পড়ে এবং পূর্বপাড়া হয়ে কুড়েরপাড় এলাকা দিয়ে পালিয়ে যায়। পথিমধ্যে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে জখম করেছে। এসময় তাত্তাকান্দা এলাকার মিতু আক্তার (০৯), তৌহিদুল ইসলাম (০৬), রেনু বেগম, কুড়েরপাড় এলাকার ইয়াছিন (০৭), হাছেন ফকির (৫৫) ও পূর্বপাড়া এলাকার আতাউর রহমান (১৬) সহ ৬জনকে কামড়িয়ে গুরুতর জখম করেছে।

আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।সুত্র:জোনাকী টেলিভিশন

এখানে কমেন্ট করুন: