মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:বিএসটিআইর দ্বিতীয় দফার সংশোধনীমূলক পরীক্ষায় মান ফিরে পেয়েছে সুরেশ ব্রান্ডের অন্নপূর্ণ অয়েল মিলের সুরেশ সরিষার তেল।গত ২২ জুন বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইন্সটিটিউশন শিল্প মন্ত্রাণালয় থেকে এক চিঠিতে কোম্পানিটিকে পুনরায় পণ্য বাজারজাত করার অনুমতি দেয় বিএসটিআই।রোজাকে সামনে রেখে বাজার থেকে বেশ কিছু পণ্যের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে বিএসটিআই।
গত মে মাসের শুরুতে সুরেশ ব্রান্ডের অন্নপর্ণ অয়েল মিলের সুরেশ সরিষার তেলসহ ৪৩টি ব্র্যান্ডের পণ্যকে মানহীন ঘোষণা করে বিএসটিআই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ৪৩টি পণ্যকে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয় বিএসটি আই। মঙ্গলবার সুরেশ ব্রান্ডের মালিক সুধীর চন্দ্র শাহা জানায়, বিএসটিআইয়ের গোপন অভিযানে খোলাবাজার থেকে নমুনা সংগ্রহের সময় সেখানে সুরেশ অয়েল মিলের কোনো প্রতিনিধির উপস্থিত ছিলেন না নমুনার কপিও তাদের সরবরাহ করা হয়নি।
পরবর্তীতে বিএসটিআই কারখানা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর নির্ধারিত মানদন্ড খুঁজে পায়। লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার করে আদেশ জারি করে। সেই পরিপ্রেক্ষিতে সুরেশ সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করতে কোন বাধা নেই।
সুরেশ ব্রান্ডের মালিক সুধীর চন্দ্র শাহা বলেন, মাঠ থেকে সরিষা আহরণ, রোদে শুকানো, ঘানিতে ভাঙ্গানো এবং উৎপাদন প্রক্রিয়ায় কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় না। সুরেশ সরিষার তেলে প্রাকৃতিকভাবেই আয়রন উপস্থিত থাকে।
মানব দেহের জন্য ক্ষতিকারক ভারী ধাতুর তালিকায় আয়রন নেই এবং পুষ্টিবিদদের মতে দৈনিক একটি নির্দিষ্ট পরিমান আয়রন সমৃদ্ধ খাবার শরীরের জন্য গুরুত্বপুর্ণ। বিএসটিআই এর চিঠিতে বলা হয়, আয়রনের প্যারামিটারে অকৃতকার্য হওয়ায় লাইসেন্স স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে কারখানা থেকে নমুনা সংগ্রহ করে আবার পরীক্ষা করা হলে তা সঠিক মাত্রায় পাওয়া যায়।