পাঁচ লাখ টাকা ঘুষ লেনদেনের সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. কুতুব উদ্দিন নিজ কার্যালয়ে হাতেনাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যরা তাকে টাকাসহ হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা জানান, ‘রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আমরা টাকাসহ মো. কুতুব উদ্দিনকে আটক করেছি। বিষয়টি আমাদের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। যারা ঘুষ দিতে এসেছেন তারা পুলিশ হেফাজতে রয়েছেন।’
সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. কুতুব উদ্দিন তার কার্যালয়ে জেলার রোডস অ্যান্ড হাইওয়ে এর আউটসোর্সিং কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতনের ১ কোটি ৪ লক্ষ টাকার চেক প্রদানের বিনিময়ে পাঁচ লাখ টাকা ঘুষ নিচ্ছিলেন। অবৈধভাবে তিনি এ ঘুষ নিতে সংশ্লিষ্ট কর্মচারীদের বাধ্য করতেন।