স্টাফ রিপোটার: নরসিংদীতে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাইক্রোবাস সহ ৪ জনকে আটক করেন নরসিংদী জেলা পুলিশ । সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার নরসিংদী (সদর) সার্কেল শাহেদ আহমেদের নেতৃত্বে নরসিংদী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক, এএসআই দীপক কুমার সরকারসহ সদর থানা পুলিশের একটি টিম ঢাকা-সিলেট মহাসড়কের মোল্লা স্পিনিং মিলস এর সামনে থেকে একটি মাইক্রোবাস এর মাধ্যমে ইয়াবা পাচারের সময় ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ৪ জনকে আটক করে নরসিংদী জেলা পুলিশ ।

আসামিরা হলো মোহাম্মদ আজির উদ্দিন (২৭) পিতা মৃত জাবেদ আলী , সাং পাঠাকুইন ,মোঃ মিনার (২১) পিতা শানুর আলী , সাং মুফতির গাও উভয় থানা বিশ্বনাথ, সিলেট ,মোহাম্মদ আজাদ মিয়া (৩৪) পিতা নুর মিয়া, সাং মাইজবাগ, মোহাম্মদ নোমান আহমেদ বকুল (৩২), পিতা আবদুল হান্নান, সাং শেখপাড়া, উভয় থানা মোগলাবাজার সিলেট। উদ্ধারকৃত আলামতের মধ্যে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট,একটি সাদা রঙ্গের মাইক্রোবাস,৭ টি মোবাইল সেট ।

উদ্ধারকৃত ইয়াবার ট্যাবলেটের মূল্য একাশি লক্ষ টাকা। নরসিংদী পুলিশ সুপার প্রয়ল কুমার জোয়াদার(পিপিএম,বিপিএম) জানান, মাদক ব্যবসায়ীরা সিলেট থেকে নরসিংদীতে বিভিন্ন এলাকায় উদ্দেশ্য নিয়ে আসছিল এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এখানে কমেন্ট করুন: