স্টাফ রিপোটার:নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ মো. রাজনের উপর সোমবার (১৩ জুলাই)সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় উত্তেজিত জনতা হামলা কারী আলী নামে একজনকে গনধুলাই দিয়ে একটি ছুড়া সহ পলাশ থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন উপজেলা সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের একাধিক নেতা কর্মীরা জানায়- সোমবার সকালে শিবপুর উপজেলা হরণখলা এলাকায় চরসিন্দুরের আলী নামে একজন এ হামলা চালায়।হামলা কালী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছে।তার বিরুদ্ধে একাধীক মামলা আছে। মাধক বিক্রি বাধা দেওয়ায় ক্ষুব্ধ ছিল আলী। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজন শিবপুর থেকে বাড়ী ফেরার পথে হরণখলা এলাকায় পৌছলে মাধক বিক্রেতা আলী ছোড়া দিয়ে হামলা করে এতে শেখ রাজানের বুকে লেগে রক্তাক্ত জখম হয়।
এ সময় উত্তেজিত জনতা হামলা কারীকে গন ধুলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজনের উপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তাঁরা। পরে হামলা কারীর বিচার চেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ রাজন বলেন, আমার উপর হামলাটি ছিলো পূর্ব পরিকল্পিত। হামলায় আমি আহত হলে উত্তেজিত জনতা হামলা কারীকে গন ধুলাই দিয়ে আমাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ্রসে এনে ভর্তি করে। হামলা কারীকে একটি ছুড়া সহ পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এই ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।