স্টাফ রিপোটার:নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাসিয়া ইউনিয়নে প্রতাপ মহন গ্রামে প্রায় ২১ শতাংশ পুকুর ও বাগান জমি আপন বাতিজা কর্তৃক দখলের অভিযোগ উঠেছে। দাবি করা দুই লাখ টাকা না দেয়ায় আপন বাতিজা জমি দখলে নেয় বলে জানান বৃদ্ধা আ: সামাদ ও তারই ছেলে মোশারফ হোসেন।
রবিবার দুপুরে বিরুধীয় জমিতে সংবাদ সম্মেলন করে তারা এসব অভিযোগ জানান। সংবাদ সম্মেলনে আ:সামাদ ভূইয়া বলেন গোতাসিয়া মৌজায় আর এস দাগ ১৪৬৪/১৪৬৫ দাগে প্রায় ৪০ বছর আগে আমার আপন ভাই আ: হামিদ ভূইয়ার নিকট হইতে ক্রয় সূত্রে মালিক হয়ে পুকুর ও গাছ রুপন করে ভোগ দখলে ছিলাম।
আমার আপন বাতিজা আ:রশিদ(৫০)কাশেম(৪০)রবিউল্লাহ(২২)ইসমাইল(৩৫) আমার পুকুর ও বাগান ২১ শতাংশ জমি দখলে নিয়ে মাছ ধরে নিয়ে গেছে। এ বিষয়ে মনোহরদী থানায় মামলা রয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যানের ডাকে সারা দিচ্ছেনা সালিশ বৈঠকের পরও সমাধান মিলছে না।
উল্টো বাতিজারা দুই লাখ টাকা চেয়েছে দখল ছাড়ার জন্য। ঘটনার ব্যাপারে তিনি দায়ী করেন আপন বাতিজাদের। গোতাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ: কাদির বলেন, আপন বাতিজারা অন্যায়ভাবে বৃদ্ধা আ: সামাদ ভূইয়ার জমি জোরপূর্বক দখলে নিয়েছে। সালিশ ছাড়াও মৌখিকভাবে তাদের বারবার বলা হয়েছে। কিন্তু তারা দখল ছাড়ছে না।
প্রতিপক্ষরা বলেন, জমির জন্য চাঁদা দাবি করা হয়নি। দখলে থাকা জমি আমাদের এই দাগে আমরা জমি বিক্রি করি নাই। এ অবস্থায় পত্রিক ওয়ারিসসুত্রে আমরাই এই জমির মালিক।