নরসিংদী থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় ভিন্ন ভিন্ন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদের শিরোনাম ছিল হাজিপুর কাঠবাজারে চাঁদাবাজি।
হাজিপুর কাঠ বাজারে নিয়ম বহির্ভূতভাবে টোল আদায়। ইউএনও আদেশ অমান্য করছেন ইজারাদার। সংবাদ গুলোর বিরুদ্ধে , লিখিত প্রতিবাদ জানিয়েছেন হাজিপুর কাঠবাজারের সাবেক ইজারাদার মো: বদরুজ্জামান সরকার বদু মেম্বার।

তিনি জানান দীর্ঘদিন যাবৎ হাজিপুর কাঠ বাজারে স্টিলের ফার্নিচারের ও কাঠের ফার্নিচার ব্যবসা সুনামের সাথে পরিচালনা করে আসছি এবং হাজীপুরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ এবং সমাজ সেবা করে আসছি, আমাদের নামে কোথাও কোনো অভিযোগ নেই, সরকারী বিধি মোতাবেক হাজিপুর কাঠ বাজার ইজারা এনে সুনামের সাথে পরিচালনা করেছি। কিন্তু হাজিপুর বাজারের এর সাবেক ব্যবসায়ী বিতর্কিত ব্যক্তি বাজারের সাবেক ইজারাদার সুজিত সূত্রধর আমাদের সাথে ইজারায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়ে বিভিন্ন এলাকায় ও বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন সরকারি দপ্তরে নামে-বেনামে অভিযোগ দিয়ে আমাদেরকে হয়রানি করেছেন।এবং বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছেন । ইন্টারনেটে সংবাদ প্রকাশ করে আমার ও আমার পরিবারের মানহানি করেছে ।

বর্তমানে হাজিপুর কাঠ বাজারে কোন ইজারা নাই। সরকারি খাস কালেকশন চলছে ভূমি অফিসের কর্মকর্তারা বাজারের কালেকশন করছেন।এখানে আমাদের এবং হাজিপুরের কোন লোকের সম্পৃক্ততা নাই।কিন্তু সুজিত সূত্রধর নরসিংদীর আদালতে একটি মিথ্যা ও কাল্পনিক বানোয়াট মামলা করেছেন ওই মামলাটি আমার দৃষ্টিগোচর হয়েছে ।আমাদের সাথে ব্যবসায়িকভাবে প্রতিযোগিতা করতে না পেরে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে সুজিত সূত্রধর হাজিপুর সহ নরসিংদী শহরে তার বিতর্কিত কর্মকান্ডে বিভিন্ন সময়ে গণধোলাই খেয়েছে এবং অপমানিত হয়েছে।বিভিন্ন দেনা ও প্রতারণার দায়ে প্রায় পাঁচ বছর যাবৎ হাজিপুর বাজার থেকে উধাও সুজিত সূত্রধর ।

বর্তমানে বিভিন্ন পাওনাদারেরা তাকে হন্যে হয়ে খুঁজছে। বিতর্কিত কর্মকান্ডের জন্য এলাকার মানুষ তাকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছে । বর্তমানে সামাজিক ও পারিবারিক এবং ব্যবসায়িকভাবে আমাদের সাথে না পেরে আদালতে একটি মিথ্যা মামলা করে আমাকে ও আমার ছেলে তানভীর সরকারকে হয়রানি করার উদ্দেশ্যে নানা কৌশল করছেন।ইতিপূর্বে আমাদের নামে আদালতে তিনটি মামলা করেছে । দুইটি মামলা থেকে আমরা বেকসুর খালাস পেয়েছি, আরেকটি মামলা খারিজের পথে ।

আমরা উচিত কথা বলি বলে সে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে, হাজীপুরের কাঠ ব্যবসায়ী মফিজের কাছ থেকে সমিতির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে, সিলেটের দুই ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে উদাও হয়েছে পাওনাদারেরা তাকে হন্যে হয়ে খুঁজছে আমরা বিভিন্ন সময়ে দরবারে উচিত কথা বলি বলে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে আমরা তার সকল মিথ্যা মামলা ও তাঁর প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি
মোঃ বদরুজ্জামান সরকার বদু মেম্বার
হাজিপুর নরসিংদী

এখানে কমেন্ট করুন: