মো. হৃদয় খান: নরসিংদীর শিবপুরে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ২ জন গুলিবিদ্ধ ও পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়। আজ শুক্রবার দুপুরে শিবপুর চৈতন্যা বাসট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাইওয়ে পুলিশের কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল বিল্লাল হোসেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন সবুজ পাহাড় কলেজের শিক্ষার্থী অহিদ্দুল্লা (১৯) ও মোহন মিয়া (৪০) নামে দুই পথচারী। তাদের বাড়ি শিবপুর উপজেলার চৈতন্যা গ্রামে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ মহাসড়কের পাশে বসা বিভিন্ন ফলের দোকান থেকে প্রতিদিন ৫শ টাকা করে চাঁদা দাবি করে আসছিলো হাইওয়ে পুলিশ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্রিত হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশের ছোড়া গুলিতে কলেজ ছাত্রসহ ৩ জন আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *