মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :
নরসিংদী বানিয়াছলের প্রভাবশালী মো.শহিদুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এক ব্যাবসায়ীর রেলওয়ের লিজকৃত ১.৫৩ শতাংশ পুকুর দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নরসিংদী থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। ভুক্তভোগী বানিয়াছল এলাকার বাবুল চৌধুরীর অভিযোগে জানা যায় বানিয়াছল বটতলা বাজরের পাশে রেলওয়ের ১.৫৩ শতাংশ জমি লিজ নিয়ে বিগত ২০ বৎসর যাবত পুকুরে মৎস্য চাষ করে আসছে বাবুল চৌধুরী ও ড. কুদরতী খোদা।

এরইমধ্যে মৎস্য খামারটিতে নজর পড়ে নরসিংদী সদর থানার বানিয়াছলের প্রভাবশালী মো.শহিদুজ্জামান চৌধুরীর ।গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে মো.শহিদুজ্জামান তার ৪/৫জন সঙ্গী নিয়ে পুকুরটি দখলে নিয়ে সাইনবোর্ড টানায় তারা।

এ সময় বাবুল চৌধুরী বাধা দিলে প্রাননাশের হুমকি দেয় তারা।এঘটনায় বাবুল চৌধুরী বৃহস্পতিবার নরসিংদী মডেল থানায় একটি সাধারন ডাইরী (নং-১৫১০)দায়ের করেন।তবে এ বিষয়ে বানিয়াছলের প্রভাবশালী মো.শহিদুজ্জামান চৌধুরী কোন কথাবলতে রাজি হয়নি।

তবে এ ঘটনা নিয়ে দু পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্খা বিদ্যমান যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংঙ্খা করছেন এলাকাবাসী। এ বিষয়ে নরসিংদী মডেল থানার ওসি বিল্পব কুমার দত্তের কাছে জানতে চাইলে তিনি বলেন বাবুল চৌধুরীর একটি জিডি পেয়েছি পরিস্থিতি শান্ত রয়েছে তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।

এখানে কমেন্ট করুন: