স্টাফ রিপোটার:শহীদ জনবন্ধু লোকমান হোসেনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন কর্তৃক মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েরছে। ইতিমধ্যেই সমগ্র শহর জুড়ে পোস্টার ব্যানার, ফেস্টুন, বড় বড় বিলবোর্ড ছেয়ে গেছে, পাড়া-মহল্লার অলিতে গলিতে দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রিয় নেতার ছবি।

প্রতিবারের মতো এবারও জনবন্ধু কবরস্থান থেকে অনুষ্ঠান সূচি শুরু হচ্ছে, পুষ্প অর্পণের মধ্য দিয়ে, পহেলা নভেম্বর একই দিনে করা হয়েছে ৭১ টি গণভোজের আয়োজন, পহেলা নভেম্বর প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গণভোজের আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে মানবিক পৌর মেয়র, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি, জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

কবরস্থানের সম্মুখে সেভ লাইভ ব্লাড ডোনার ক্লাব এর উদ্যোগের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ব্যবস্থা, ওইখানেও আয়োজন করা হয়েছে বিশাল গণভোজের, তাছাড়া ১৪ ই নভেম্বর শহর আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল স্মরণসভার আয়োজন করা হচ্ছে।

যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিল্পমন্ত্রী জনাব এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, তাছাড়া উপস্থিত থাকবেন জেলার অন্যান্য সংসদ সদস্যরা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে বিভিন্ন তারিখে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।

এখানে কমেন্ট করুন: