স্টাফ রিপোটার:৩০ ফুট লম্বা স্টিলের একটি গেট। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ১৭৩ টাকা। নকশায় ব্যয় হয়েছে ৩৩ লাখ টাকা; নামফলকে ১২ লাখেরও বেশি এবং প্রতিটি হরফে ব্যয় হয়েছে প্রায় ৬ হাজার টাকা। গেটে যে এসআই পাইপ লাগানো হয়েছে, এসব পাইপের প্রতি টুকরোর দাম ধরা হয়েছে ১০ হাজার টাকার ওপরে।
বিস্মিত হওয়ার কিছু নেই। ঘটনা সত্যি। এমনটি ঘটেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশল শাখার সিভিল ডিভিশন-৩-এর একটি গেট নির্মাণে। ২০১৭ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের জন্য নির্মাণ করা হয় এ গেট।
সংশ্লিষ্টরা বলছেন, গেটটি নির্মাণে পুকুরচুরি হয়েছে। এ বিষয়ে অবহিত হওয়ার পর তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।গত ৪ নভেম্বর এক অফিস আদেশে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশাররফ হোসেনকে আহ্বায়ক করে গঠিত এ তদন্ত কমিটির অন্য দুসদস্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (পূর্ত) মাহমুদ কবীর এবং মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলাম। কমিটিকে ৭ কার্যদবিসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, তদন্ত প্রতিবেদনের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।