নরসিংদী পৌরসভার ১ নং ওয়ার্ডে মশার উপদ্রব নির্মূল করতে ফগার মেশিন দিয়ে ঔষুধ স্প্রে কার্যক্রম চলছে। আজ সোমবার (২৩ আগস্ট) সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ১ নং ওয়ার্ডের তরোয়া বাসাইল এলাকায় এই কার্যক্রম চলে।

১ নং ওয়ার্ডের তরোয়া মাজার, তরোয়া কবরস্থান থেকে শুরু করে জেলখানার মোড় হয়ে স্টেডিয়ামের সামনে অবস্থিত কাদির মোল্লা মসজিদ সহ সকল অলি-গলিতে মশানিধন স্পে করা হয়।

নরসিংদী পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদ খন্দকার পারভেজ নিজে উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন।

তিনি বলেন, বর্তমানে সারাদেশেই ডেঙ্গু মশার প্রকোপ বেড়েছে। নরসিংদীতেও এর প্রভাব পড়ছে। তাই পৌরসভার মানুষকে সুস্থ্য রাখতে আমাদের এই উদ্যোগ। সেই সাথে আমাদের সবাইকেও সচেতন থাকতে হবে। আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে ১ নং ওয়ার্ডের প্রতিটি এলাকায় এই মশানিধন কর্মসূচি চলবে।

এখানে কমেন্ট করুন: