মো.শফিকুল ইসলাম(মতি)নিউজ সময়:নরসিংদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মাঈনুদ্দীন সওদাগর নামের এক যুবলীগ কর্মীকে নিজ বাড়িতে ডেকে এনে বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সদর উপজেলা চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আফতাব উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ কর্মী বাদি হয়ে উপজেলা চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর নরসিংদী সদর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৯ টি ইউনিয়নেই নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেও নৌকার ভরাডুবি হয় সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়ার নিজ ইউনিয়ন চিনিশপুরে। তিনি আশেপাশের বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী সভায় গেলেও নিজ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কোনো সভায় অংশ নেননি। উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়ার মদদেই চিনিশপুর ইউনিয়নে নৌকা পরাজিত হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মামলার বাদি মাঈনুদ্দিন সওদাগর ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়।
এঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ৩০ নভেম্বর মামলার বাদিকে নিজ বাড়িতে ডেকে এনে বেধরকভাবে পিটিয়েছেন উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া ও তার সহযোগী সোহেল আহমেদ সবুজ ও কাদির মিয়া। পাশাপাশি মামলার বাদির বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে এলাকা ছাড়া করাসহ হত্যার হুমকিও দেয়। মামলার বাদি পক্ষের আইনজীবী আসাদ আলী বলেন, বাদির আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।