মো.শফিকুল ইসলাম(মতি)নিউজ সময়:নরসিংদী রেলস্টেশনে নারী যাত্রীকে হেনস্থা করার আলোচিত ঘটনায় আদালতের নির্দেশে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় আসামী ঈসমাইলকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকী। ২৩ মে সোমবার মামলার শুনানী শেষে এ রিমান্ডের আদেশ প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ১৮ মে ভোরে ট্রেনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ওই নারী যাত্রী ও তার বন্ধু নরসিংদী রেলস্টেশনের ১নং প্লাটফর্মে আসেন। এ সময় স্টেশনে উপস্থিত দুই জন মহিলা ও ৮/১০ জন পুরুষ নারী যাত্রীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করে। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও টানা হেচড়া করে হেনস্থা করে তারা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাই শেষে ২১ মে শনিবার ঘটনার সাথে জড়িত ঈসমাইল নামে একজনকে আটক করে পুলিশ।
পরে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নরসিংদীতে সোপর্দ করলে দায়িত্বরত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট মেহেদী হাসান সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেন। এতদসঙ্গে ভৈরব রেলওয়ে থানায় আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩)এর ১০/৩০ তৎসহ পেন্যাল কোড ১৮৬০ এর ১৪৩/৩২৩/৫০৬ ধারায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ীর এস আই ইমায়েদুল জাহেদী বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেন।
যাহার ভৈরব জি আর পি থানা মামলা নং-২(৫)২০২২ইং। উক্ত মামলার আসামী নরসিংদী সদর থানার বুদিয়ামাড়া গ্রামের মৃত বাদল মিয়ার পুত্র ঈসমাইল (৩৮) কে অত্র মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করলে আজ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। এ মামলায় জড়িত বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।