মো.শফিকুল ইসলাম মতি,নিউজ সময়:
নরসিংদীতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ওএমএস কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. মোস্তফা মনোয়ার, জেলা খাদ্য কর্মকর্তা মো. হুমায়ুন নবী, সিনিয়র ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সভাপতি মাখন দাসসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণের সরাসরি তত্ত¡াবধানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ হতে দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোর একটি তালিকা নির্বাচন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রনালয়ের এই কার্যক্রম বাস্তবায়নে সারা দেশের ন্যায় জেলায় মোট ৪৯ টি দোকানের মাধ্যমে কেজি প্রতি ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে। এ কার্যক্রমের আওতায় ৫ কেজি করে প্রতি মাসে দুই বার চাল ক্রয় করা যাবে।

এছাড়া জেলায় ১৫ টি দোকানের মাধ্যমে ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করা হবে। তারা আরো বলেন, ওএমএস’র এ কার্যক্রমের আওতায় সাধারন ক্রেতাদের পাশাপাশি টিসিবির কার্ডধারীরাও আটা ক্রয় করতে পারবে। প্রতিটি ডিলার দিনে ২টন চাল বরাদ্দ পাবে। লাইনে ক্রেতা দাঁড়িয়ে থাকা অবস্থায় ডিলারের জন্য বরাদ্দকৃত চাল শেষ হয়ে গেলে পরদিন ক্রেতাদের আসার অনুরোধ জানানো হবে। সভায় ওএমএস কাযক্রমের পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচিও চলমান থাকবে বলে জানান তারা।
১ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী জেলার সর্বত্র এ কার্যক্রম চলমান থাকবে।

এখানে কমেন্ট করুন: