মো. শফিকুল ইসলাম মতি,নিউজ সময়:
নরসিংদীর বেলাবতে পাটুলি ইউনিয়নের সুটরিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ। ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষে সফিকুল ইসলাম সজল নামে এক ব্যক্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে লিখিত অভিযোগ দায়েরের পর বিষয়টি তদন্তের জন্য জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে সুটুরিয়া উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে তদন্তসহ তথ্য সংগ্রহ করছি। অভিযোগের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। বিষয়টি তদন্তনাধীন রয়েছে বলে গত ৪ সেপ্টেম্বর দুপুরে এসব কথা জানিয়েছেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।

অপরদিকে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়টি গ্রামাঞ্চলে হলেও দীর্ঘদিন সুনামের সাথে চলে আসছে। কিন্তু এলাকার কতিপয় স্বার্থান্বেষীমহল তাদের বিশেষ স্বার্থ রক্ষায় বিদ্যালয়টির অর্জিত সুনাম নষ্ট করছে। আর নির্বাচন বিষয়ে সম্পূর্ণরূপে বিধি বহির্ভূত কথা বলছে তারা। তারা নির্বাচনে অংশগ্রহন না করে একটি বৈধ কমিটিকে বিতর্কিত করছে। আমরা বিধি মোতাবেক কমিটি গঠন করেছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বোর্ডের নিয়ম মেনেই অস্টম শ্রেণীর ছাত্রী সায়মা আক্তারকে ভর্তি করা হয়েছে।

অভিযোগকারী ও এলাকাবাসীরা জানায়, সুটরিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে ব্যাপক অনিয়ম করা হয়েছে। অ্যাডহক ও ম্যানেজিং কমিটির নীতিমালার কোন তোয়াক্কা না করেই জাহাঙ্গীর আলম, মুরশিদ মিয়া ও কাশেম মিয়াকে দাতা হিসেবে তালিকাভ‚ক্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, প্রিজাইডিং অফিসার ও অ্যাডহক কমিটির যোগসাজগে বিদ্যালয়ের বৃহৎ স্বার্থ রক্ষা না করে বিপুল অর্থের বিনিময়ে একটি সম্পূর্ণ অবৈধ কমিটি গঠন করেছে তারা। এবিষয়ে সংশ্লিষ্টদের প্রতি সুষ্ঠুভাবে তদন্ত শেষে অভিযুক্তদের বিচারের দাবী জানিয়েছেন স্কুলের ছাত্র-ছাত্রীসহ এলাকার সচেতনমহল।

এখানে কমেন্ট করুন: