মো.শফিকুল ইসলাম মতি,নিউজ সময়:সঠিক পদ্ধতিতে রান্না করুন, খাদ্যের পুষ্টি মান বজায় রাখুন এই ¯স্লোগানকে সামনে রেখে নরসিংদী সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে পুষ্টি সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার(১১ জানুয়ারী) সকালে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা:মো:নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মুস্তফা মনোয়ার,বি এম এফ এর সাধারন সম্পাদক ড: সাজেদুল হক অপু,ডেপুটি প্রধান ম্যানেজার নাজমুল ইসলাম, ন্যাশানাল রিকুট সার্ভিসের প্রধান ডা: ফেরদুস আহমেদ. এছাড়াও মৎস কর্মকর্তা,কৃষি কর্মকর্তাসহ দপ্তর প্রধান গন উপস্থিত ছিলেন।

তারা বলেন মানুষের মধ্যে সুষম খাদ্য পুষ্টি বিষয়ে সচেতন করতে হবে। বিশেষ করে গর্ভবতি মাদের প্রতি খেয়াল রাখতে হবে এবং যতœ নিতে হবে। নবজাতক শিশুদের ক্ষেত্রে ৬ মাস শুধু মায়ের দুধই যতেষ্ট। শিশুর ২ বছরের মধ্যে পুষ্টি মান খাদ্য অভ্যাস করতে হবে। তা হলেই একটি বুদ্ধিমান শিশু গড়ে উঠবে। সবাইকে পুষ্টি বিষয়ে কাজ করার আহŸান জানান তারা।

এখানে কমেন্ট করুন: