ইমদাদুল হক শান্ত স্টাফ রিপোর্টার: মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে। মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। তাই নরসিংদীবাসীকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে এক হয়ে কাজ করবে নরসিংদী মানবসেবা সংগঠন। মাদক আর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কখনো এক সাথে থাকতে পারেনা। মাদক ব্যক্তি থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি সাধন করছে। মাদক সমাজের শান্তি শৃংখলা নষ্ট করছে। মাদকের কারণে আজ পিতা মাতা সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষতি গ্রস্ত হচ্ছে। বর্তমান সময়ে মাদক যে হারে সমাজের রন্দ্রে রন্দ্রে পৌঁছে গেছে তাতে সামাজিক আন্দোলন ছাড়া এটি নির্মূল করা সম্ভব নয়।
সোমবার সন্ধ্যায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজের হলরুমে আয়োজিত নরসিংদী মানবসেবা সংগঠনের পরিচিতি ও আনন্দ সন্ধ্যা অনুষ্ঠানে এসব কথা বলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ও মানবসেবা সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মশিউর রহমান মৃধা, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের উপাধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আবদুল হান্নান শেখ, নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ. এন.এম মিজানুর রহমান, নরসিংদী মানবসেবা সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন মোল্লা সুমন, সাধারন সম্পাদক মোঃ হৃদয় খান। এসময় আরো উপস্থিত ছিলেন মানবসেবা সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সংগঠনের সকল সদস্যবৃন্দ।
এসময় তিনি আরো বলেন, প্রত্যেকটি পরিবারকে শিশুকাল থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। বাবা-মা যদি সন্তানদের প্রতি খেয়াল রাখে তবে তারা অনেকটাই মাদক থেকে দূরে থাকবে। প্রতিটি বাবা-মাকে খোঁজ রাখতে হবে যে তার সন্তান কি করে, কার সাথে মিশে। মাদক প্রতিরোধে আমরা প্রশাসনিকভাবে আপনাদের পাশে আছি। আপনাদেরকেও আমাদের সাথে থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে এ সামাজিক ব্যাধি থেকে আমাদের রক্ষা করতে। এককভাবে প্রশাসনের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। আপনাদেরকেও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।