নরসিংদী মানবসেবা সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন মোল্লা সুমন। সমাজসেবা ও জনকল্যাণে নিবেদিত হয়ে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ইতিমধ্যে সমাজসেবাসহ নানা কাজের স্বীকৃতি পেয়েছেন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। নরসিংদী মানবসেবা সংগঠনের পক্ষ থেকে অসহায় দরিদ্র ও এতিম মেয়েদের বিয়ে, অসহায়দের সহযোগীতা করে আসছেন।
নরসিংদী মানবসেবা সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন মোল্লা সুমন নিউজ সময়কে জানায়, শুধু অর্থ বিত্ত থাকলেই সমাজ সেবক হওয়া যায়না। আবার অর্থ বিত্ত না থাকলে ও সমাজ সেবকের পরিচিতি লাভ করা যায় না। এটা নির্ভর করে মন ও মানসিকতার উপর। তার কাজের ধরনের উপর। এমন লোক এদেশে আছে যাদের মাঝে মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য এ উপলব্ধির যথেষ্ট গভীরতা রয়েছে।
সাধ্য না থাকলে ও মানব সেবার তাগিদ রয়েছে তাদের ভেতরে। এই তাগিত বোধ থেকেই জড়িয়ে যান তারা সমাজ সেবার কাজে। আর্থিক সামর্থ থাকা সত্বে ও অনেক মানুষ মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী হয় না। ভোগেই নয়, ত্যাগেই প্রকৃত সুখ। তাই মানুষের জন্য কাজ করে যেতে চাই।