শফিকুল ইসলাম মতি, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী লেবুতলা গ্রামে চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা আবুল হাসেমের পানের বর কর্তন করে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, একই এলাকার সন্ত্রাসী একুরউদ্দিনের পুত্র চাঁন মিয়া, খোকন মিয়া, কালা মিয়া, চাঁন মিয়ার পুত্র সোহান, খোকা মিয়ার পুত্র তুহিন, হোসনারা, সেলিনা, মারুফা, তামান্না, চৈতি, মার্জিয়া সহ অজ্ঞাতনামা লোকজন গত ২১ অক্টোবর রবিবার সকালে আবুল হাসেমের নিকট ৭ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে আবুল হাসেমের পানের বরে হামলা চালিয়ে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পানের বর কর্তন করে ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। এ ব্যপারে আবুল হাসেম ও তার পরিবারের লোকজন বাধা দেওয়ায় সন্ত্রাসীরা তাদেরকে অমানসিকভাবে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এখনো সন্ত্রাসীরা চাঁদার দাবিতে আবুল হাসেম ও তার পরিবারের লোকজনকে খুনজখমের ভয়ভীতি দেখিয়ে আসছে।

এ বিষয়ে অভিযোগকারীদের সাথে যোগাযোগ করলে তারা কোন কথা বলতে রাজি হয় নি।

এ ব্যপারে লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সন্ত্রাসীদের পানের বর কর্তনে বাধা দিলে তারা বাধা অমান্য করে আবুল হাসেমের পানের বর কর্তন করে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী তারা কারো কথায় কর্ণপাত করে নি।

এ বিষয়ে মনোহরদী থানার ওসি মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। আবুল হাসেমের পুত্র ও ভাতিজারা বিদেশ থাকায় ও বাড়িতে পুরুষলোক না থাকায় সন্ত্রাসীরা আবুল হাসেমের পানের বরে হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মনোহরদী থানায় ২৫(১০)২০১৮ ইং মামলা রুজু করে তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। আদালত থেকে জামিনে বেরিয়ে পুনরায় আবুল হাসেমের বাড়িতে হামলা চালিয়ে রান্নাঘর ও বাথরুম ভাংচুর করে সন্ত্রাসীরা। তাদের খোজখবর নেয়া হচ্ছে। এরপরও কোন সন্ত্রাসী কার্যকলাপ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *