শফিকুল ইসলাম মতি, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী লেবুতলা গ্রাম এখন সন্ত্রাসীদের অভয়ারন্যে পরিনত হয়েছে। সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারন জনগন।
অভিযোগে জানা যায়, জনবলে দুর্বল হওয়ায় প্রবাসী বৃদ্ধ আবুল হাসেমের বাড়িতে ৭ লক্ষ টাকা চাঁদা দাবিতে হামলা চালায় সন্ত্রাসীরা। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় আবুল হাসেম ও তার পরিবারের লোকজনকে মারপিট করে পানের বর কর্তন করে ১০ লক্ষ টাকা মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। সংবাদ পেয়ে স্থানীয় লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান দোহাই নিষেধ করলেও সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করতে পারে নি বৃদ্ধ আবুল হাসেমের পানের বর।
এ বিষয়ে আবুল হাসেম বাদী হয়ে মনোহরদী থানার একই গ্রামের সন্ত্রাসী একুরউদ্দিনের পুত্র চাঁন মিয়া, খোকন মিয়া, কালা মিয়া, চাঁন মিয়ার পুত্র সোহান, খোকা মিয়ার পুত্র তুহিন, হোসনারা, সেলিনা, মারুফা, তামান্না, চৈতি, মার্জিয়া সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে মনোহরদী থানায় মামলা দায়েরের পর থানা পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করে কোর্টে প্রেরন করলে কোর্ট থেকে জামিনে বেরিয়ে পুনরায় বৃদ্ধ আবুল হাসেমের জমি দখল করে নেওয়ার চেষ্ঠাকরে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ভয়ে আবুল হাসেম ও তার পরিবারের লোকজন বাড়িঘরে যেতে পারছে না। বাড়ি ছেড়ে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আবুল হাসেম ও তার পরিবারের লোকজন।
এ বিষয়ে মনোহরদী থানার ওসি মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে আবুল হাসেমের অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে বিবাদীদের গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয়েছে। জামিনে বেরিয়ে বেপরোয়া হয়ে পড়েছে শুনেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসে নি।
অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।