নরসিংদীর মনোহরদীতে বিদেশী ডলার তৈরির মেশিন দেখিয়ে প্রতারণা করার সময় কলোম্বিয়ান ২ নাগরিকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার লেবুতলা ইউনিয়নের শরীফপুর বাজার এলাকা থেকে প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, কালো রঙের মেশিন সদৃশ্য একটি ডিজিটাল বক্স, একটি ডিভাইস, ডলার আকৃতির কিছু কাগজ ও আন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কলোম্বিয়ান নাগরিক ইব্রাহিম (৩৫) ও খাদিজা (৩০) এবং উপজেলার গাংঙ্কুলকান্দী গ্রামের মোবারক হোসেন খোকন, নরেন্দ্রপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে হাদিকুল ইসলাম এবং বিদেশী নাগরিকদের গাড়ীর ড্রাইভার পটুয়াখালী জেলার কুতুব শিকদার।

স্থানীয়রা জানান, বিদেশী নাগরিকরা কয়েকমাস ধরে এই এলাকায় আসা-যাওয়া করতেন। গত কুরবানী ঈদের আগে ডলার তৈরির মেশিন দেয়ার প্রলোভন দেখিয়ে গাংঙ্কুলকান্দী গ্রামের মোবারক হোসেন খোকনের কাছ থেকে নগদ ৭ লাখ ও বিকাশের মাধ্যমে আরো ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি একই চক্রের অন্য সদস্যরা নরেন্দ্রপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে হাদিকুল ইসলামকে প্রলোভনে ফেলে। দশ লাখ টাকার বিনিময়ে কলম্বিয়ান প্রতারকরা হাদিকুলকে কথিত ডলার তৈরির মেশিন দেয়ার চুক্তি করে।

এ সময় প্রতারকরা এলাকায় পৌছলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে মনোহরদী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ২ বিদেশী নাগরীক, গাড়ীর ড্রাইভার কুতুব শিকদার, হাদিকুল ও খোকনকে আটক করে মনোহরদী থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে প্রতারকদের নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত করা হলে তাদেরকে গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনার দিন রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে প্রতারকদের আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়ার পর তথ্য উদঘাটনে গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *