শফিকুল ইসলাম মতি, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইডের ‘উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য-প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো: আতাবুল্লাহ’র সভাপতিত্বে বিভিন্ন মতামত প্রদান করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম মাহাবুব, জেলা জজ আদালতের চীফ জুডিশিয়াল মোহা: রকিবুল ইসলাম, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম, লিগ্যাল এইড অফিসার শারমিন আক্তার পিংকি সহ বিচারকবৃন্দ, বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ, নরসিংদী জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদকসহ লিগ্যাল এইডের প্যানেল আইনজীবিরা, নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম মতি, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হৃদয় খান, নিবারন রায়, মুর্শেদ শাহরিয়ার, শান্ত বনিক প্রমুখ।

কর্মশালায় কমিটির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে আইন সহায়তা কেন্দ্রের কার্যক্রম পৌঁছে দেয়ার অনুরোধ জানানো হয়।

নরসিংদীসহ সারাদেশে লিগ্যাল এইডের মাধ্যমে ২০১৮ পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৪৭ হাজার ৬৭৭ জন কে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

নরসিংদী জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড নরসিংদীর চেয়ারম্যান মো: আতাবুল্লাহ হতদরিদ্রদের যে আইনি সহায়তা দিচ্ছে তা সাংবাদিকদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে পোঁছে দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *